ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:০০, ২৮ অক্টোবর ২০২১
ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

রাঙামাটির কাপ্তাইয়ে নির্বাচনি সহিংসতায় কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সজিবুর রহমান (৪৫) নিহত হওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।

এর আগে নিহতের ছোট বোন দুধ নাহার বাদি হয়ে ৩২ জনকে আসামি করে কাপ্তাই থানায় মামলা করেছেন। এছাড়া ওই মামলায় আরো ১৫ জনকে নাম না জানা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। 

আরো পড়ুন: কাপ্তাইয়ে নির্বাচনি সহিংসতায় ইউপি সদস্য নিহত

ওসি মো. নাসির জানান, মামলা হয়েছে। আসামিদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। ওই মামলায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কারাগারে পাঠোনো হেয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. সালাউদ্দিন (২৯), মো. আলাল উদ্দিন আলাল (৩৬), আরিফুল ইসলাম বাবু রুবেল (২৮), মোশারফ হোসেন (৫০),  মো. মনির হোসেন মনির (৩৫), মো. সোহেল (২৫) ও মো. গোলাম রসুল সবুজ (২৫)। 

এদিকে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য প্রার্থী সজিবুর রহমান (বর্তমান সদস্য) নিহতের ঘটনায় আসন্ন ইউপি নির্বাচনে কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাতে এ  কথা জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১১ টায় কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সহিংসতায় জড়িয়ে পড়ে। এতে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান।

বিজয়/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়