ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জামিনে কারামুক্ত কাউন্সিলর টিনু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:০৩, ২৮ অক্টোবর ২০২১
জামিনে কারামুক্ত কাউন্সিলর টিনু

অস্ত্র মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চট্টগ্রামের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে গত ২৬ অক্টোবর (মঙ্গলবার) হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন টিনু। কারামুক্তির বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন টিনুর স্ত্রী শাহনাজ আক্তার জ্যোতি।

জানা যায়, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর চকবাজার থেকে র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন নুর মোস্তফা টিনু। এক বছরের বেশি সময় কারাভোগ করার পর জামিন লাভ করেন। পরে গত ২০ জুন আদালত টিনুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিলে তিনি ফের কারাবন্দী হন। এ অবস্থায় গত ৭ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই নির্বাচনে জয় লাভ করেন তিনি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র এসে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেলে টিনুকে মুক্তি দেয়া হয়।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়