ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ছাঁটাইয়ের প্রতিবাদে কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৩ নভেম্বর ২০২১   আপডেট: ১১:০৫, ৩ নভেম্বর ২০২১
ছাঁটাইয়ের প্রতিবাদে কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনক্রেডিবন ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানর শ্রমিকরা। এ সময় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে টিয়ার শেল ও রবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন শ্রমিক আহত হন। 

বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কারল সুরিচালা এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকরা আন্দোলন শুরু করেন। 

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোন কারণ ছাড়াই কারখানা কৃর্তৃপক্ষ ৮৫ জন কর্মকর্তা ও শ্রমিক ছাঁটাই করে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিক ও কর্মকর্তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। 

শ্রমিকদের দাবি, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে আন্দোলন চলছে। তবে বুধবার বহিরাগত কিছু সন্ত্রাসী এনে আমাদের ভয়ভীতি দেখাতে থাকে কারখানা কর্তৃপক্ষ। একপর্যায়ে পুলিশ এসে শান্তিপূর্ণ আন্দোলনে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কয়েজন শ্রমিক আহত হয়েছে।

ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেডের চাকরিচ্যুত কর্মকর্তা ফয়সাল গাজী বলেন, ‘আমাদের সুইং সেকশনের স্টাফ গুরতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আমাদের উপর ব্যপক লাঠিচার্জ করছে।’

প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত ইনচার্জ বদরুজ্জামান বলেন, ‘শ্রমিকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। কিন্তু বহিরাগত ও পুলিশ এসে পরিবেশটা খারাপ করেছে।’

ওই প্রতিষ্ঠানের নারী শ্রমিক হালিমা খাতুন বলেন, ‘কর্তৃপক্ষ কারখানার ৩য় ও ৪র্থ তলায় অবস্থিত সুইং সেকশন বন্ধ ঘোষণা করেছে। আমরা সবাই কাজ বন্ধ করে দিয়েছি।’ 

প্রতিষ্ঠানের এইচআর কর্মকর্তা জাহিদ বলেন, ‘একজন ম্যানেজারকে চাকরিচ্যুত করায় কয়েকটি সেকশনের  শ্রমিকরা আন্দোলন করছে। তবে অন্য সেকশনে কাজ চলছে।’

শিল্প পুলিশের ইনচার্জ ফরহাদ আব্বাস বলেন, ‘ওই প্রতিষ্ঠানের দুটি সেকশন বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে। এ সময় শ্রমিকেরা আমাদের কয়েকজন পুলিশ সদস্যের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।’ 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়