ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘পরনির্ভরতা কমাতে কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

নওগাঁ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৩:১৮, ৮ নভেম্বর ২০২১
‘পরনির্ভরতা কমাতে কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার বলেছেন, ‘নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর তাই কৃষকদের উচিত হবে প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়ানো।’ 

সোমবার (৮ নভেম্বর) সকালে পোরশা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বাজারে যেসব পণ্যের দাম বাড়ে সেগুলো আমাদের দেশে কম উৎপাদন হয়। পরনির্ভরতার কারণে সে সব পণ্য আমদানি করতে হয়।’

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়লে দেশেও দাম বাড়ে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মাটি অনেক উর্বর, এখানে যা ফলাতে চান তাই ফলবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ