ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হিলি থেকে ঢাকা, ৪৫০ টাকার ভাড়া ৬৪০ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৯ নভেম্বর ২০২১   আপডেট: ০৮:৪৩, ৯ নভেম্বর ২০২১
হিলি থেকে ঢাকা, ৪৫০ টাকার ভাড়া ৬৪০ টাকা

বাস ভাড়া বাড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা

দিনাজপুরের হিলি থেকে ঢাকার ভাড়া বেড়েছে জনপ্রতি ১৯০ টাকা। ৪০০ থেকে ৪৫০ টাকার ভাড়া এখন ৬৪০ টাকা। হঠাৎ ভাড়া বাড়ায় বিপাকে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। আবার ভাড়া নিয়ে তর্কবিতর্ক হচ্ছে গাড়ির সুপারভাইজার ও যাত্রীদের মাঝে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় হিলি সিপি মোড়ে ঢাকা যাওয়ার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, হানিফ এন্টারপ্রাইজের ‘ঢাকা মেট্রো-ব ১৪.৫৬১২’ নম্বরের গাড়িতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে ৬৪০ টাকা। এর আগে ভাড়া ছিলো ৪০০ থেকে ৪৫০ টাকা।

এদিকে, হিলি থেকে দিনাজপুরে যাওয়ার সাধারণ বাসে ভাড়া বাড়ানো হয়েছে ৩০ টাকা। হিলি-দিনাজপুরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার, যার ভাড়া ছিলো জনপ্রতি ১০০ টাকা, এখন তা হয়েছে ১৩০ টাকা। 

১৫ টাকা তেলের দাম বাড়ার অজুহাতে বাস, ট্রাকসহ দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। আর বাড়তি ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ যাত্রীরা।

ঢাকাগামী হানিফ পরিবহনে বসে থাকা যাত্রী মোকছেদুল মমিন রাইজিংবিডিকে বলেন, ‘১৫ টাকা তেলের দাম বাড়ার কারণে এতোগুলো ভাড়া বেশি দিতে হচ্ছে। এর আগে ৪০০ থেকে ৪৫০ টাকায় ঢাকায় যাচ্ছিলাম। আজ সেই ভাড়া নিলো ৬৪০ টাকা, এটা কি মগেরমুল্লুক?’

শাহিদা নামে আরেক যাত্রী বলেন, ‘লোকসান তো সরকার বা কোনো কোম্পানির হয় না, হয় আমাদের মতো সাধারণ মানুষের। সুযোগে সবাই সৎব্যবহার করে? ৫০ থেকে ৬০ টাকা ভাড়া বাড়ালে তাও পারা যায়। ১৯০ টাকা কীভাবে সম্ভব?’

ঢাকা কলেজের এক ছাত্রী বলেন, ‘আমি ঢাকায় লেখাপড়া করি। মাঝে মাঝে বাসা থেকে ঢাকায় আসা-যাওয়া করতে হয়। এতোগুলো টাকা বেশি, সমস্যায় পড়তে হবে।’

ভাড়া বেশি নেওয়ার বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার আসাদ আলী বলেন, ‘তেলের দাম বাড়ানো হয়েছে। এ জন‌্য ভাড়া বেশি নেওয়া হচ্ছে।’

মোসলেম উদ্দিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়