ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নওগাঁর ২০ ইউনিয়নে নৌকা ১১, বিদ্রোহী ৬ ও স্বতন্ত্র ৩

নওগাঁ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১২ নভেম্বর ২০২১   আপডেট: ১২:২৯, ১২ নভেম্বর ২০২১
নওগাঁর ২০ ইউনিয়নে নৌকা ১১, বিদ্রোহী ৬ ও স্বতন্ত্র ৩

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর দুই উপজেলার ২০টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১১জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৬জন ও স্বতন্ত্র ৩ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে ৬ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন এবং স্বতন্ত্র ২ জন বিজয়ী হয়েছেন। এরা হলেন, নৌকা প্রতীকে-  চন্ডিপুর  ইউনিয়নে খুরশিদ আলম রুবেল, বর্ষাইল ইউনিয়নে সহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নে কাজী রুকুনুজ্জামান টুকু, বোয়ালিয়া ইউনিয়নে আফেলাতুন নেছা, তীলকপুর ইউনিয়নে রেজাউল করিম, বলিহার ইউনিয়নে মাসরেফুর রায়হান মাহিন। 

আওয়ামী লীগের বিদ্রোহী কীর্ত্তিপুর ইউনিয়নে নাজমুল হক হান্নান, হাঁসাইগাড়ি ইউনিয়নে জসিম উদ্দিন, শৈলগাছী ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী দুবলহাটি ইউনিয়নে আজম শাহ, হাঁপানিয়া ইউনিয়নে দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা ও বক্তারপুর ইউনিয়নে সারোয়ার কামাল চঞ্চল।  

অপরদিকে, রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে নৌকা ৫ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন ও স্বতন্ত্র একজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এরা হলেন, নৌকা প্রতীকে রানীনগর সদরের খট্টেশ্বর ইউনিয়নে চন্দনা শারমিন রুমকি, মিরাট ইউনিয়নে হাফেজ জিয়াউর রহমান, গোনা ইউনিয়নে আব্দুল খালেক, বরগাছা ইউনিয়নে আব্দুল মতিন মাষ্টার, একডালা ইউনিয়নে শাহজাহান আলী। 

বিদ্রোহী কালীগ্রাম ইউনিয়নে আব্দুল ওয়াহাব চাঁন ও কাশিমপুর ইউনিয়নে মখলেছুর রহমান বাবু। বিএনপির স্বতন্ত্র প্রার্থী পারইল ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ।

সাজু/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়