ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাদুকাটা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় 

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১৭ নভেম্বর ২০২১  
জাদুকাটা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় 

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও ড্রেজার মেশিন লাগিয়ে নদীর পাড় কাটায় সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় দুই জনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবিরের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাগটিয়া, ডালারপাড়, জাঙ্গালহাটি, বিন্নাকুলি ও গরকাটি এলাকা দিয়ে প্রবাহিত জাদুকাটা নদীতে এ অভিযান চালানো হয়। 

এ সময় ১০টি মামলায় ১৬ জনকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাদুকাটা নদীর অনুমোদনহীন স্থান থেকে বালি উত্তোলনের দায়ে আরো ২টি মামলায় দুই জনকে ২ লাখ টাক জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ২০ দিনের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
 
ইউএনও মো. রায়হান কবির বলেন, পরিবেশ ও নদী রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসক খুবই আন্তরিক। তার নির্দেশনায় পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তানভীর/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়