ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টেকনাফে যানজট নিরসনে ফুটপাতের দোকান উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৭ নভেম্বর ২০২১  
টেকনাফে যানজট নিরসনে ফুটপাতের দোকান উচ্ছেদ

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় যানজট নিরসনে সড়কের পাশে ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা ২০টি উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ‘পরিছন্ন দেশ গড়ি ও যানজট মুক্ত শহর গড়ি’ স্লোগানে পৌরসভাস্থ কলেজ গেট ও বাস স্টেশনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া।

পর্যটন শহর টেকনাফ যানজট মুক্ত রাখতে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে উল্লেখ করে ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া জানান, ফুটপাত দখল করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। ফলে যানজট সৃষ্টি হওয়ায় জনগণের অসুবিধা হচ্ছে।

তিনি জানান, যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান শুরু হয়েছে। এতে ফুটপাতে গড়ে উঠা অবৈধ ২০টি দোকান তুলে দেওয়া হয়েছে। কোনোভাবে ফুটপাত দখল করে রাখতে দেওয়া হবে না। এ শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে এ অভিযান চলবে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জায়গায় নোহা, টমটম, অটোরিকশা, বাস ও ট্রাক সড়ক দখল করে রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও ফুটপাত কিছু অসাধু ব্যবসায়ী দখল করে রেখেছেন। এতে পথচারীদের প্রতিনিয়িত ভোগান্তিতে পড়তে হচ্ছে।
 

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়