ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাড়ে ৪ হাজার কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ 

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১৮ নভেম্বর ২০২১  
সাড়ে ৪ হাজার কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ 

পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদে কলাপাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ।

অনুষ্ঠানে উপজেলার ২টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৪ হাজার ২৯০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টা, ৮ কেজি খেসারী, ৫ কেজি মুগ ডাল, ২০ কেজি গম ও ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এআরএম সাইফুল্লাহ বলেন, প্রান্তিক কৃষকদের পুনর্বাসন এবং কৃষি কাজে অধিক উৎসাহ প্রদানের লক্ষ্যে বীজ এবং সার প্রদান করা হয়েছে।

ইমরান/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়