ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরগুনা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা কর্মীদের মারামারি, আহত ৩

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪২, ২১ নভেম্বর ২০২১  
বরগুনা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা কর্মীদের মারামারি, আহত ৩

বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা নাগরিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে তিন চীনা নাগরিক অঅহত হয়েছেন।

শনিবার (২০ নভেম্বর) সকালে সাংহাই ৪ আবাসিক এলাকার সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশের সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কথা বলার জন্য ঘরের দরজায় নক করেন হাং চাং হুয়া নামে এক চীনা নাগরিক। সে সময় ওই ঘরের মধ্যে কাজে ব্যস্ত ছিলেন লং এন জিং ও চিং চাং গান নামে দুজন। পরে কাজে বিরক্ত করার অযুহাতে দুজন মিলে হাং চাং হুয়াকে মারধর করেন। এর জেরে শনিবার সকালে সাংহাই ৪ আবাসিক  সড়কে অন্য চিনা নাগরিকরা মিলে লং এন জিং ও চিং চাং গানকে মারধর করে। ওই দুইজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়