ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে দ.কোরিয়া থেকে আনা ১০ রেল ইঞ্জিন  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২২ নভেম্বর ২০২১   আপডেট: ১২:০৭, ২২ নভেম্বর ২০২১
চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে দ.কোরিয়া থেকে আনা ১০ রেল ইঞ্জিন  

বাংলাদেশ রেলওয়ের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আনা ১০টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে। 

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে বন্দর জেটিতে ইঞ্জিনগুলো ভারি ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে যত্নের সঙ্গে খালাস কার্যক্রম চলছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক রেল ইঞ্জিন খালাসের তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, দক্ষিণ কোরিয়া থেকে কেনা রেলের আধুনিক ২০টি লোকোমোটিভ- এর দ্বিতীয় চালানের ১০টি মিটারগেজ ইলেকট্রিক লোকোমোটিভ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় গতকাল রোববার। সোমবার সকাল থেকে এগুলেরা বন্দরে খালাস শুরু হয়। এরপর এগুলো চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ শেডে নিয়ে রাখা হবে। এগুলো রেলের নিয়মিত বহরে যুক্ত হবে।

রেলওয়ের লোকোমোটিভ ও যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের প্রকল্প পরিচালক হাসান মনসুর জানান, দক্ষিণ কোরিয়া থেকে ২০টি লোকোমোটিভের পাশাপাশি প্রকল্পের আওতায় ১৫০টি মিটারগেজ কোচও আমদানি করা হচ্ছে। এর মধ্যে পৃথক দুটি চালানে ২০টি লোকোমোটিভ এসে পৌঁছেছে দেশে। ক্রমান্বয়ে কোচগুলোও এসে পৌঁছাবে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়