ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাইবান্ধায় শীতবস্ত্র কিনতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২২ নভেম্বর ২০২১  
গাইবান্ধায় শীতবস্ত্র কিনতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ

শীত পড়তে শুরু করেছে। তাই গাইবান্ধার পুরাতন কাপড়ের দোকানগুলোয় শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর এসব দোকানে সকাল থেকে রাত পর্যন্ত শীতবস্ত্র কিনতে ভিড় করছেন অসংখ্য স্বল্প আয়ের ক্রেতারা।

শহরের স্বাধীনতা প্রাঙ্গন, শিল্পকলা একাডেমি, ডিসির বাড়ি ও এসপির বাড়ির সামনের রাস্তার দুই পাশ জুড়ে বসেছে পুরাতন কাপড়ের দোকান। তবে এবার শীতবস্ত্রের দাম অনেক চড়া হওয়ায় পোষাক কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। দোকানিরা বলছেন, মোকামে দাম বেশি হওয়ায় শীতবস্ত্র বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 

সম্প্রতি বেশ কয়েকটি এলাকার ফুটপাতের ওপর বসা দোকন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

দাড়িয়াপুর থেকে শীতবস্ত্র কিনতে আসা আমেনা বেগম বলেন, ‘তিন ছেলে মেয়ের জন্য শীতবস্ত্র কিনতে এসেছি। যে টাকা নিয়ে এসেছি সেই টাকা দিয়ে দুজনের টাও কিনতে পারছিনা। বিগত বছরের তুলনায় এ বছর দাম অনেক বেশি।’

পলাশবাড়ির পবনাপুর থেকে গাইবান্ধায় শীতবস্ত্র কিনতে আসা দম্পতি হায়দার আলী ও ফারজানা বেগম বলেন, পুরাতন কাপড়ের এতো দাম হওয়ার কথা নয়। কিন্তু দোকানিরা যেভাবে দাম হাকাচ্ছেন তাতে শীতবস্ত্র কেনা কষ্টকর হয়ে পড়ছে।’ 

ফুটপাতের দোকানি শাহজাহান আলী বলেন, ‘মোকামে মালের দাম অনেক বেশি । আমরা বেশি দিয়ে কিনে এনে তো আর সস্তায় বিক্রি করতে পারবো না । সে কারণে শীতবস্ত্র বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’ 

দয়াল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়