ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পরীক্ষা দিতে না পারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৩ নভেম্বর ২০২১  
পরীক্ষা দিতে না পারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

পরীক্ষা দিতে না পেরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে এসএসসি (কারিগরি) পরীক্ষার্থী স্বপন কুমার রায়(১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়। 

মারা যাওয়া স্বপন জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়েনের ফরিঙ্গাদিঘী গ্রামের সুভাষ কুমার রায়ের ছেলে। সে নেকমরদ কারিগরি কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 

সুভাষ কুমার রায় বলেন, ‘২১ নভেম্বর (রোববার) স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল বশত সে পরীক্ষার রুটিনে পরীক্ষা নেই দেখে। বিকেলে সে সহপাঠীদের কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে সে খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যায়। রাত ১১ টার দিকে স্বপনের চিৎকার শুনে আমরা তার ঘরে যায়। গুরুতর অবস্থায় আমরা তাকে প্রথমে নেকমরদ ও রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়।’

তিনি আরো বলেন, ‘ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

স্বপনের বন্ধু সোহান বলেন, ‘আমরা পরীক্ষা দিতে গিয়ে দেখি স্বপন পরীক্ষা দিতে আসেনি৷ আমরা ফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু সে ফোনে ধরেনি৷ পরে জানতে পারি সে সকালে তার বাবার সঙ্গে মাঠে ধান কাটতে গেছে।’ 

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

মঈনুদ্দীন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়