ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হিলিতে পেঁয়াজের কেজি ২২ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২৩ নভেম্বর ২০২১  
হিলিতে পেঁয়াজের কেজি ২২ টাকা

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা। ২৮ টাকার পেঁয়াজ এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২২ টাকা দরে। ভারত থেকে আমদানি বাড়ায় এবং দেশে উৎপাদন বৃদ্ধির কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, বলে জানিয়েছেন পেঁয়াজ আমদানি কারকরা। এদিকে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম কমায় খুশি সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে হিলি বন্দর ও বাজার ঘুরে দেখা যায়, তিন আগে যে পেঁয়াজের কেজি ছিলো পাইকারি বাজারে ২৮ টাকা, আজ তা বিক্রি হচ্ছে ২২ টাকা। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে। 

হিলি বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘পেঁয়াজের দাম নাগালের মধ্যে আসতে শুরু করছে। ৪০ থেকে ৫০ টাকায় যে পেঁয়াজ কয়েক দিন আগেও বিক্রি হয়েছে এখন আমরা সেই পেঁয়াজই ২৪ টাকায় বিক্রি করছি। সাধারণ মানুষেরা এখন বেশি করে পেঁয়াজ কিনছেন।’

পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘ভারত থেকে পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে, যার কারণে দামও কমতে শুরু করেছে। আমরা আমদানি কারকদের নিকট থেকে ২০ থেকে ২১ টাকা দরে পাইকারি নিয়ে তা খুচরা ব্যবসায়ীদের কাছে ২২ টাকা কেজি দরে বিক্রি করছি।’

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের তিনদিনে ২ হাজার ৩২ মেট্রিকটন পেঁয়াজ ভারত থেকে এ বন্দরে আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘বাংলাদেশে চলতি মৌসুমে পেঁয়াজের ফলন ভাল হয়েছে। এছাড়া ভারত থেকে পেঁয়াজ আসায় পণ্যটির দাম কমে গেছে। আশা করছি সামনে পেঁয়াজের দাম আরো কমবে।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়