ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হিলিতে কাঁচামরিচের কেজি ২৫ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৪ নভেম্বর ২০২১   আপডেট: ১২:৩৩, ২৪ নভেম্বর ২০২১
হিলিতে কাঁচামরিচের কেজি ২৫ টাকা

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১০ টাকা। পাইকারি বাজারের ৩৫ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। দেশে কাঁচামরিচের উৎপাদন বেশি হওয়ায় এবং ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় দাম কমার অন্যতম কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২৪ নভেম্বর) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগে কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ৩৫ টাকা।  খুচরা বাজারে বিক্রি হয়ে ছিলো ৪০ টাকা দরে। সেই কাঁচামরিচ বর্তমান পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকা। খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘বাজারে আজ সব ধরণের সবজির দাম কমে গেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে। কয়েক দিন আগে কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছিলাম আজ তা ৩০ টাকা কেজি দিয়ে কিনলাম।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী মিঠু মিয়া বলেন, ‘শীতকালীন সব সবজির দাম কমে যাচ্ছে। কাঁচামরিচের দাম কিছুদিন আগেও ৮০ থেকে ১০০ টাকা কেজি ছিলো। কমতে কমতে আজ আমরা ৩০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।’

অপর ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘বিরামপুর ও পাঁচবিবি থেকে আমরা বর্তমান সব সবজি পাইকারি কিনে আনছি। সকালে গিয়ে এসব সবজি কিনে আনি। এলকায় কাঁচামরিচের ফলন অনেক ভাল হয়েছে, কম দামেও পাচ্ছি। ২৫ টাকা কেজি দরে কৃষকদের নিকট থেকে ক্রয় করে তা খুচরা বিক্রি করছি ৩০ টাকা দরে। আগামী কয়েক দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে যাবে আশা করছি।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়