ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় আগুন নেভানোর পর ফায়ার কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২৬ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:৪৫, ২৬ নভেম্বর ২০২১
চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় আগুন নেভানোর পর ফায়ার কর্মীর মৃত্যু

চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে অবস্থিত কেমিক‌্যাল কারখানায় আগুন লাগার পর ধোঁয়া, ইনসেটে ফায়ার কর্মী মিলন।

চট্টগ্রামের সাগরিকা এলাকায় কেমিক্যাল কারখানায় সৃষ্ট আগুন নেভানোর পর অসুস্থ হয়ে মোহাম্মদ মিলন মিঞা (৪০) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে দিকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকালে সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি রাসায়নিক কারখানায় আগুন নেভানোর কাজে অংশ নেন মিলন মিয়া। এর পরপরই মিলন বুকে ব্যাথা অনুভব করে। তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।’

ফায়ার কর্মী মিলনের বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকায়। তিনি নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। তিনি ২০০৫ সালে ফায়ার কর্মী হিসেবে যোগদান করেন।

রেজাউল করিম/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়