ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউপি নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৭ নভেম্বর ২০২১  
ইউপি নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

আগামীকাল রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে মানিকগঞ্জে সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর)  দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সাহিদ হোসেন বলেন, আগামীকাল অনুষ্ঠিত তৃতীয় ধাপে মানিকগঞ্জের সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। আজ প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের সকল সরঞ্জাম পৌঁছে যাবে। শুধু ব্যালটগুলো আগামীকাল সকালে যাবে কেন্দ্রগুলোতে। প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ ম্যাজিস্ট্রেটসহ সকলেই কাজ করবেন।

উল্লেখ্য, সদর উপজেলার ২ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ৮ ইউনিয়নে ৩৮ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া  ১০ ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৩৩৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়