ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আ.লীগ মনোনীত প্রার্থীর অফিসে আগুন

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৩:১৭, ২৭ নভেম্বর ২০২১
আ.লীগ মনোনীত প্রার্থীর অফিসে আগুন

আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচারণার শেষ দিনে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিমের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান ও তার সমর্থকদের দায়ী করেছেন মো. রেজাউল করিম।

শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে নৌকার পোস্টারসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, রাত ১২টার সময় প্রচার প্রচারণার শেষ দিনে তারা অফিস ঠিকমতো রেখে চলে যায়। পরে স্থানীয়রা অফিসের আগুন দেখতে পায়। এ ঘটনায় অন্য কোন কিছু ক্ষতি হয়নি বলে জানায় স্থানীয়রা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘বিদ্রোহী প্রার্থী মো. খলিলুর রহমান ও তার সমর্থকেরা আমার অফিসে অগ্নিসংযোগ করে ভয়ভীতি প্রদর্শন করছেন।’

তিনি আরও বলেন, ‘আমার ভোটারদের তিনি নানাভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। আমি প্রাথমিকভাবে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন অফিসকে অবহিত করেছি। আমি লিখিতভাবে অভিযোগ করবো।’

তবে,স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, ‘আমার সমর্থকেরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ।তারা এই ঘটনার সঙ্গে জড়িত না।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।’

সুকান্ত/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়