ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাল ভোটারকে ৬ মাসের সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১১:৩০, ২৮ নভেম্বর ২০২১
জাল ভোটারকে ৬ মাসের সাজা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়ার সময় আলাউদ্দিন (২৭) নামের এক জনকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ নভেম্বর) সকালে পানিশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আলাউদ্দিন টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে। তিনি ইদ্রিস মিয়া নামের এক ভোটারের ভোট দিতে আসেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পরেন আলাউদ্দিন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাইনুদ্দীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়