ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৮ নভেম্বর ২০২১  
ভাতিজার হাতে চাচা খুন

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভাতিজার হাতে খুন হয়েছেন তার চাচা।

রোববার (নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম নাজিম শাহ ওরফে চেংকু (৪০)। তিনি ওই গ্রামের মৃত ময়েজ শাহের ছেলে।

ঘটনার পর পালানোর সময় ভাতিজা নাসির উদ্দীনকে (৪০) আটক করেছে পুলিশ। নাসিরের বাবার নাম নাজু শাহ।

নিহত নাজিম শাহর বড় ভাই বায়েম শাহ জানান, দু’বছর আগে নাসির তার বাবা নাজুকে কোদালের কোপ দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছিলেন। ওই ঘটনায় করা মামলার সাক্ষী ছিলেন ছোট ভাই নাজিম শাহ। কিছুদিন আগে তিনি ভাতিজার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেন। এ কারণে চাচার ওপর ক্ষিপ্ত ছিলেন ভাতিজা নাসির।

বায়েম শাহ আরও জানান, বাবাকে হত্যা চেষ্টার মামলার আসামি হলেও নাসির পরিবারের সঙ্গেই থাকতেন। বাড়িতে মাঝে মাঝে ছুরি-চাকু বের করে চাচাকে হত্যার হুমকি দিতেন। রোববার সকালে পরিবারের সবাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে যান। ফাঁকা বাড়িতে খেতে বসেছিলেন নাজিম। তখন ছুরি নিয়ে এসে চাচাকে ছুরিকাঘাত করেন নাসির। ঘটনাস্থলেই মারা যান নাজিম।

ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নাজিমের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চাচাকে কোপানোর পর নাসির মোহনপুর থানার সামনে দিয়েই পালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ থানার সামনে তাকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা মামলা হবে।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়