ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে ব্যালট ছিনতাই, এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:৫৮, ২৮ নভেম্বর ২০২১
ময়মনসিংহে ব্যালট ছিনতাই, এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত 

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হয়েছে। এ ঘটনায় ঐ কেন্দ্রে এক ঘণ্টা বন্ধ ছিলো ভোট গ্রহণ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ইকবাল হোসেন।

তিনি জানান, রোববার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষের সমর্থকরা কেন্দ্রে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল দেওয়া শুরু করে। পরে পুলিশ বাধা দেয়। এসময় তারা কিছু ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ইকবাল হোসেন জানান, এই ঘটনায় এক ঘণ্টা ভোট বন্ধ থাকার পর এখন ভোট গ্রহণ শুরু হয়েছে। যে সমস্ত ব্যালট ছিনতাই হয়েছে সেগুলো বাতিল করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জেলার সদর, মুক্তাগাছা ও ত্রিশাল এই তিনটি উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মিলন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়