ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে সড়ক প্রশস্থকরণে ক্ষতিপূরণের আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৮ নভেম্বর ২০২১  
গাজীপুরে সড়ক প্রশস্থকরণে ক্ষতিপূরণের আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের 

সড়ক প্রশস্থকরণে যারা জমি হারিয়েছেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে— এমনটাই আশ্বাস দিলেন গাজীপুর নগরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। 

রোববার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুর নগর ভবনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘সিটি করপোরেশনের বিধান অনুযায়ী নির্বাচনের প্রথম সভার এক মাসের মধ্যে প্যানেল মেয়র নির্বাচন করতে হয়, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা তিন বছর চেষ্টা করেও প্যানেল মেয়র গঠনে ব্যর্থ হয়েছি।’ 

সদ্য বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের সমালোচনা করে কিরণ বলেন, ‘তার বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতি বছর হাট-বাজার ইজারার অর্থ নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগ রয়েছে। এছাড়াও ভূমি দখল ও ক্ষতিপূরণ ব্যতিত রাস্তা প্রশস্থকরণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়কে কৈফিয়ত দেননি বহিষ্কৃত মেয়র।’ 

নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘গত মেয়াদে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি জানি কীভাবে নগরের উন্নয়ন করতে হবে। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব কাউন্সিলর ও নেতাকর্মীদের সহযোগিতায় গাজীপুর নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।’ 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়