ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় ৫ ইউনিয়নে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ২২:৩৭, ২৮ নভেম্বর ২০২১
খুলনায় ৫ ইউনিয়নে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

খুলনার তেরখাদা ও রূপসা উপজেলার সাত ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলে।

বেসরকারি ফলাফলে জানা গেছে, তেরখাদা উপজেলার ১নং আজগড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে কৃষ্ণ মেনন রায়, ২নং বারাসাত ইউনিয়নে নৌকার কেএম আলমগীর হোসেন, ৩নং ছাগলাদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (কারাবন্দী) এসএম দ্বীন ইসলাম, ৪নং সাচিয়াদহ ইউনিয়নে নৌকার বুলবুল আহমেদ, ৫নং তেরখাদা সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে এফএম অহিদুজ্জামান এবং ৬নং মধুপুর ইউনিয়নে নৌকার শেখ মো. মহসিন নির্বাচিত হয়েছেন।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, নির্বাচনে কোথাও কোনও বিশৃঙ্খলা হয়নি। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়াহিদুজ্জামান মিজান আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

নূরুজ্জামান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়