ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চিকিৎসার পর ৫টি পাখি অবমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৯:৩২, ২৯ নভেম্বর ২০২১
চিকিৎসার পর ৫টি পাখি অবমুক্ত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে থেকে উদ্ধার হওয়া ৫টি পাখি চিকিৎসার পর অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) বিকেলে পাখিগুলো অবমুক্ত করা হয়।

জানা যায়, পাঁচটি পাখির মধ্যে ৩টি শালিক, ১টি পাহাড়ি ময়না ও ১টি বক পাখি রয়েছে।

হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী পাখিগুলো অবমুক্ত করেন। এসময় তিনি বলেন, উদ্ধার হওয়া পাখিগুলোকে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ায় অবমুক্ত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহিউদ্দিনের নেতৃত্বে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উপজেলার জন্তরী গ্রামে অভিযান চালিয়ে ওই ৫টি পাখিসহ দুই শিকারিকে আটক করেন। পরে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার জন্তরী গ্রামের মগল মিয়া (৪০) ও কৈলাশপাড়া গ্রামের সচিন্দ্র সরকার (৪০)।

মামুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়