ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাড়ি বাড়ি ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২৯ নভেম্বর ২০২১  
বাড়ি বাড়ি ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

টাঙ্গাইলে এক সপ্তাহ ধরে কনকনে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে বাড়ি বাড়ি ঘুরে দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন।

সোমবার (২৯ নভেম্বর) রাতে জেলা সদর বস্তিসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও।

মজিরন বেগম নামে এক নারী বলেন, ‘শীত যায়, শীত আসে। আশপাশের অনেকেই সহযোগিতা পেলেও আমার প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধা শাশুড়ি কোনো সহযোগিতা পায়নি। রাতে ইউএনও নিজে এসে দুজনকে কম্বল দিয়েছেন। কম্বল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।’

সোরহাব আলী বলেন, ‘কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলাম। কম্বল পেয়ে খুব ভালো লাগছে।’

ইউএনও রানুয়ারা খাতুন বলেন, ‘এই শীতে গরিব মানুষগুলো খুব অসহায়। সবার উচিত দরিদ্রদের পাশে দাঁড়ানো। রাতে প্রায় ২০০ বাড়িতে ঘুরে ঘুরে কম্বল দিয়েছি। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

কাওছার/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়