ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ভৌত সুরক্ষা নির্মাণ প্রকল্প উদ্বোধন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১ ডিসেম্বর ২০২১  
পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ভৌত সুরক্ষা নির্মাণ প্রকল্প উদ্বোধন

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১ নভেম্বর) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে ভৌর সুরক্ষা ব্যবস্থা প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার জাহান, রোসাটমের বৈদেশিক প্রকল্প প্রধান রুসলান বাইচুরিন, পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবরসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘আগামী ১০০ বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বহুস্তরের নিরাপত্তা বলয় নির্মানের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত বিদ্যুৎ উৎপাদনে সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দ্যেশ্য।’

পরে প্রকল্পের উদ্দ্যেশ্য নিয়ে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়