ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ায় পুত্রবধূর চোখে টিনের খোঁচা!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১ ডিসেম্বর ২০২১   আপডেট: ২২:৫২, ১ ডিসেম্বর ২০২১
পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ায় পুত্রবধূর চোখে টিনের খোঁচা!

ইউপি নির্বাচনে শাশুড়ির কথামতো ভোট না দেয়ায় টিন দিয়ে পুত্রবধূর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের তালগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, গাজীপুরের কালিয়াকৈরে সদ্য সমাপ্ত বোয়ালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাশুড়ির কথামতো মেম্বার প্রার্থীকে ভোট না দেয়ায় টিন দিয়ে ছেলের বউ আমেনা খাতুনের চোখে আঘাত করা হয়। এতে তার বাম চোখ মারাত্মক জখম হয়।

আহত আমেনা খাতুনের স্বামী শাহাবুদ্দিন জানান, আমার সৎ মা জনুপা বেগম ও সৎ বোন নাছিমা বোয়ালী ইউপি নির্বাচনে সুরুজ মিয়া নামে এক মেম্বারকে ভোট দিতে বলেন। কিন্তু আমেনা তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়। এ খবর মা জেনে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় উত্তেজিত হয়ে আমার সৎ মা পাশে থাকা একটি টিনের খণ্ড দিয়ে আমেনার চোখে আঘাত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তার চোখের অবস্থা আশঙ্কাজনক।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার বলেন, থানায় এখন পর্যন্ত এ ধরনের কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়