ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৪ মণ জাটকা ইলিশ জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা 

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৮:৫৮, ২ ডিসেম্বর ২০২১
১৪ মণ জাটকা ইলিশ জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা 

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (১ ডিসেম্বর)  বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় অভিাযান চালানো হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

অপু সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গণপরিবহন ও ট্রাকে অভিযান চালানো হয়। অভিযানে দুইটি ট্রাক, বেশ কয়েকটি গণ পরিবহন ও ত্রিহুইলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনের দায়ে আলীপুরের মেসার্স বন্ধন ফিসের মালিক, ফাইভ স্টার ফিসের মালিক ও মিরাজ নামের এক লাইনম্যানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও মৎস্য পণ‌্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ এর ৪/৩ ধারা ভঙের দায়ে ৪(৫) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। এছাড়া জাটকা শিকারি জেলেদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র অফিসার মহাসিন মিয়া, কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির এএসআই কামরুল ইসলাম ও নৌ-পুলিশের সদস্যসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এসব মাছ এতিমখানা মাদ্রাসার ছাত্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

ইমরান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়