ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সৈকতে কাবাডি প্রতিযোগিতা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৯:৫৫, ২ ডিসেম্বর ২০২১
সৈকতে কাবাডি প্রতিযোগিতা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে কাবাডি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্টে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ‘আমাদের কুয়াকাটা সমাজ সেবা সংগঠন’ ও ‘সোনার বাংলা ক্লাব নামের’ দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘আমাদের কুয়াকাটা সমাজ সেবা সংগঠন’ জয়লাভ করে। সৈকতে এমন আয়োজন এক নজর দেখতে ভিড় জমান পর্যটকসহ স্থানীয়রা।

ট্যুর অপারেটর এসোসিয়েশনের ট্রেড অ‌্যান্ড ফেয়ার মো. জহিরুল ইসলাম জানান, মনোরম পরিবেশে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদন দিতেই এই খেলার আয়োজন করা হয়েছে। খেলা দেখতে অসংখ্য পর্যটক ভিড় জমান।

এছাড়া, টোয়াকের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ঘুড়ি উৎসব, হাঁস ধরা প্রতিযোগিতা, হাড়ি ভাঙা, বল বদল, ঝুড়িতে বলা ও ফানুস উড়ানোর উৎসবের আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের নামদামী শিল্পীরা অংশগ্রহণ করেন। এর আগে বেলা ১১টায় স্পেশাল ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ইমরান/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়