ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধামইরহাটে আমন ধান ও চাল সংগ্রহ শুরু 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২ ডিসেম্বর ২০২১  
ধামইরহাটে আমন ধান ও চাল সংগ্রহ শুরু 

নওগাঁর ধামইরহাটে চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গনপতি রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুর রহমান, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা দরে ১ হাজার ৫৬ মেট্রিক টন ধান এবং ৪০ টাকা দরে ২৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে।

অরিন্দম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়