ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাড়ির ধাক্কায় তাজাকিস্তানের প্রকৌশলী নিহত 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:১৯, ৩ ডিসেম্বর ২০২১
গাড়ির ধাক্কায় তাজাকিস্তানের প্রকৌশলী নিহত 

প্রকৌশলী বারজাহান (৩৫)

পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুরে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত অবস্থায় মালামাল বহনকারী একটি গাড়ির ধাক্কায় বারজাহান (৩৫) নামের একজন প্রকৌশলী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রুপপুর প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

প্রকল্পের রুশ ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানীতে প্রকৌশলী হিসেবে কর্মরত বারজাহান তাজাকিস্তানের নাগরিক ছিলেন।

রুপপুর প্রকল্প ও ঈশ্বরদী থানা সূত্র জানায়, প্রকল্পের অভ্যন্তরে কর্মরত অবস্থায় তাকে পেছন থেকে মালামাল বহনকারী একটি গাড়ি ধাক্কা দিলে গুরুদর আহত হন প্রকৌশলী বারজাহান। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিহত ওই প্রকৌশলীর মরদেহ তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়