ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হানাদার মুক্ত ফুলছড়ি  

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৪ ডিসেম্বর ২০২১  
হানাদার মুক্ত ফুলছড়ি  

আজ গাইবান্ধার ফুলছড়ি হানাদার মুক্ত দিবস। বাংলার দামাল ছেলেরা একাত্তরের ৪ ডিসেম্বর ফুলছড়ি এলাকাকে হানাদার মুক্ত করেন। 

এদিন ১১নং সেক্টরের কোম্পানি কমান্ডার রুস্তম আলী খন্দকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি বিশাল দল ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র বেষ্টিত গলনার চরে অবস্থান নেন। সেখানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয় ২২ জন পাকসেনা এবং পাক সেনাদের হাতে শহীদ হন ৫ জন মুক্তিযোদ্ধা। 

বীর শহীদ মুক্তিযোদ্ধারা হলেন কাবেজ, আফজাল, বাদল, ওসমান গণি ও সোবাহান। এই শহীদ ৫ মুক্তিযোদ্ধার কবর দেওয়া হয় সাঘাটা উপজেলার মুক্তিনগর স্কুল মাঠের পাশে। পরে ৫ জন শহীদের স্মরণে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, লাইব্রেরি ও অফিস ভবন। 

দিনটি উপলক্ষে মুক্তি নগরে বীর শহীদের স্মরণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধার কবরে ও স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়।  

সিদ্দিক আলম দয়াল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়