ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষ: নিহতের সংখ‌্যা বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:১৬, ৪ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষ: নিহতের সংখ‌্যা বেড়ে ২

চট্টগ্রামের খুলশি থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ‌্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ থেকে ৯ জন।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

খুলশি থানার ডিউটি অফিসার মোহাম্মদ আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. মনির হোসেন (৪০) ও প্রকৌশলী সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, ট্রেন আসার সিগনাল অমান্য করে একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইন অতিক্রম করার চেষ্টা করে।  এই সময় একটি ডেমু ট্রেন চলে আসলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার আরোহী ১ জন নিহত এবং ৮ থেকে ৯ জন আহত হন। হতাহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ‌্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার রেলওয়ের পক্ষ হতে তদন্ত কমিটি গঠন করার কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন: চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়