ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৯:৫৭, ৪ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এ সময় সাগর উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলার উপকূলীয় অঞ্চলে নিরাপদে আশ্রয় নিয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের পানি থেকে উপরে উঠে আসতে বিকেল থেকে মাইকিং ও সচেতন করছে ট্যুরিস্ট পুলিশ। 

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন শনিবার (৪ ডিসেম্বর) রাত ৭টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে আজকে এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ধমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দু'-একদিনের মধ্যে এটি স্বাভাবিক হতে শুরু করবে।’ 

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চল হালকা প্রভাবিত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি এদিকে আঘাত হানার সম্ভাবনা কম। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। ৩নং সতর্কতা সংকেত কেটে যেতে দু'-একদিন সময় লাগবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত ঘোষণার পর ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে এবং মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে।’ 

এ সময় পর্যটকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
 

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়