ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিলিতে মূলার দাম কেজিতে ১০ টাকা কমলো

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৫ ডিসেম্বর ২০২১  
হিলিতে মূলার দাম কেজিতে ১০ টাকা কমলো

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলির সবজি বাজারে মূলার দাম কমেছে কেজিতে ১০ টাকা। দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

রোববার (৫ ডিসেম্বর) সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ আগে যে মূলা খুচরা বিক্রি হয়েছে ৩০ টাকা। আজ সেই মূলাই খুচরা বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।  অন্যদিকে শীতকালীন সব ধরনের সবজির দামই কমে যাচ্ছে। আর দাম কমতে থাকায় সবচেয়ে খুশি খেটে খাওয়া দিনমজুরেরা।

বাজার করতে আসা ভ্যানচালক গোলান রব্বানী বলেন, আগে প্রতিটি সবজির দাম ছিলো ৫০ টাকার উপরে। আজ সব সবজির দাম অনেকটা কম পাচ্ছি। মূলাই কিনলাম ২০ টাকা কেজিতে।

হিলি বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, শীতকালীন সকল সবজির দামই কমছে। মূলার খুচরা ২০ টাকা কেজি দরে বিক্রি করছি। কিনেছি পাইকারিতে ১৫ থেকে ১৬ টাকা কেজি দরে। কয়েক দিনের মধ্যে দাম আরও কমে যাবে।

বিরামপুর থেকে মূলা নিয়ে আসা কৃষক রজব আলী বলেন, এবার আমি এক বিঘা জমিতে মূলার চাষ করেছি। মূলা কম-বেশি সারা বছর চাষ করে থাকি। অমৌসুমে মূলার দাম পেয়েছি প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা। আজ পাইকারি দিলাম ১৬ টাকা কেজি দরে। 

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়