ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৫ ডিসেম্বর ২০২১  
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ।

রোববার (৫ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় টঙ্গী তিতাস কার্যালয়ের সামনে এই মানববন্ধনের করে সংগঠনটি।

তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় আবাসিক গ্যাস বন্ধ আছে। যেখানে চালু আছে সেখানেও গ্যাসের চাপ খুবই কম। অনেক অবৈধ সংযোগ রয়েছে। এসব সংযোগ বন্ধ করা জরুরি।

টঙ্গী অঞ্চলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা চাই বন্ধ আবাসিক গ্যাস সংযোগ শিগগিরই চালু হোক। গ্রাহক ও এ সেক্টরের কর্মজীবী মানুষের কল্যাণে চালু করা জরুরি। এ নিয়ে নানা সমস্যায় রয়েছি আমরা। সরকার যদি বন্ধ গ্যাস সংযোগ চালু না করে তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

ওই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— টঙ্গী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাধারণ সদস্য সাইফুল ইসলাম, রবিন হোসেন, লোকমান হোসেনসহ আরও অনেকেই।

রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়