ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নীলফামারীতে গ্রেপ্তার ৫ জঙ্গি রিমান্ডে

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ২১:০৭, ৫ ডিসেম্বর ২০২১
নীলফামারীতে গ্রেপ্তার ৫ জঙ্গি রিমান্ডে

নীলফামারীর সোনারায়ে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৫ জঙ্গির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলামের আদালতে আসামিদের হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া পলাতক শরিফসহ ৬ জঙ্গিকে আসামি করে মামলা করেছে র‌্যাব। সন্ত্রাসবিরোধী আইনে নীলফামারী সদর থানায় মামলাটি দায়ের করেন র‌্যাব-১৩ রংপুরের ডিএডি আব্দুল কাদের।

এর আগে শনিবার সকালে জেলা সদরের সোনারায়ের মাঝাপাড়ার শরিফুল ইসলাম শরিফের বাড়িতে অভিযান চালিয়ে একটি শক্তিশালী বোমা, বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক, পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক শরিফ আগেই পালিয়ে যায়। এর আগে সোনারায় ও সংগলশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, সন্ত্রাসবিরোধী আইনে ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলাটি করেছে র‌্যাব। এতে অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে বিকেলে আদালতে হাজির করা হয়। পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইয়াছিন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়