ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দক্ষিণাঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ২১:৪৮, ৫ ডিসেম্বর ২০২১
দক্ষিণাঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বজ্রসহ ঝড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। থেমে থেমে বিভিন্ন স্থানে এখনো বৃষ্টি হচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, সুন্দরবন-যশোর-সাতক্ষীরাসহ বরিশালের কিছু জায়গায় বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থানের পাশাপাশি গভীর সমুদ্রে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত এবং নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

স্বপন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়