ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১০:২৪, ৬ ডিসেম্বর ২০২১
সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় মিনি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের কারণে ট্রেন চলাচল বন্ধের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর তা স্বাভাবিক হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সোমবার (৬ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে তেবাড়িয়া রেলক্রসিং এ লাইনের ওপর আটকে পড়া মিনি ট্রাকের সংঘর্ষ হয়।এসময় মিনি ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার জানান, স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমরে মুচরে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলে। এর পর সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরিফুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়