ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরিশালে ৩ দিন সূর্যের দেখা মেলেনি 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ৬ ডিসেম্বর ২০২১  
বরিশালে ৩ দিন সূর্যের দেখা মেলেনি 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরিশালে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রোববার (৫ ডিসেম্বর) রাত থেকে বৃষ্টিসহ দমকা ও ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হচ্ছে।

দেশের সমুদ্রবন্দরে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। মাছধরা ট্রলার উপকূলের কাছাকাছি থাকা এবং গভীর সমুদ্রে বিচরণ করার ওপর নিষেধাজ্ঞা বলবত রয়েছে। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের রোববার (৫ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বরিশালে প্রায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সুন্দরবন, যশোর, সাতক্ষীরাসহ বরিশালের কিছু জায়গায় ভারী বৃষ্টি, দমকা ও ঝড়ো হওয়া এবং বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। 

বৃষ্টিতে বরিশালে সড়ক ও মহাসড়কে পরিবহন চলাচল কম ছিলো। অধিকাংশ দোকানপাট ছিলো বন্ধ। বরিশাল নগরীতে মানুষের চলাচল তেমন ছিলো না। 

স্বপন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়