ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি প্রতিবন্ধী হকারের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৯:৫৬, ৬ ডিসেম্বর ২০২১
নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি প্রতিবন্ধী হকারের

মিলন। ফাইল ফটো

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি প্রতিবন্ধী পত্রিকা হকার মিলনের (৩০)। এ ঘটনায় সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হলেও আজ তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এ ঘটনায় গত শনিবার (৪ ডিসেম্বর) বরিশালের বিমানবন্দর থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন মিলনের মা সালমা বেগম।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন মিলন। তারপর আর বাসায় ফেরেননি। পরিচিত সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

বাবুগঞ্জের রহমতপুর পত্রিকা এজেন্সি মালিক মো. সুলতান হাওলাদ জানান, হকার মিলন শারীরিক ও বাক-প্রতিবন্ধী ছিলেন। সে প্রতিদিন তার এজেন্সি থেকে পত্রিকা নিয়ে বিক্রি করত। তবে শুক্রবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্ন যায়গায় তার খোঁজ করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হলেও তাদের কাছ থেকে কোনও তথ্য না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।

স্বপন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়