ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘চাঁদপুরের মুড়ি উৎসব এক সময় হবে জাতীয় উৎসব’

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪১, ৬ ডিসেম্বর ২০২১  
‘চাঁদপুরের মুড়ি উৎসব এক সময় হবে জাতীয় উৎসব’

চাঁদপুরের মুড়ি উৎসব এক সময় জাতীয় উৎসবে রূপান্তরিত হবে জানিয়ে আশাবাদ ব্যাক্ত করেছেন ৬ষ্ঠ মুড়ি উৎসবের সমাপনী দিনের বক্তারা। এ উৎসবের মাধ্যমে চাঁদপুরকে বিশ্ব দরবারে আরো একবার অসাম্প্রদায়িক জেলার অন্যন্য নিদর্শন হিসেবে রূপ দিতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

৬ই ডিসেম্বর সোমবার রাতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ মুড়ি উৎসবের সমাপনী দিনে বক্তব্য দিতে উৎসবের আয়োজকরা 'চাঁদপুর ড্রামা'কে উৎসাহ দিতে গিয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝী, সদস্য আবদুল গণি, জেলা যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইলিয়াস প্রমূখ।

অনুষ্ঠানে মুড়ি উৎসবের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ৬ষ্ঠ মুড়ি উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার। তিনি বলেন, আমরা প্রতি বছর 'এক পাত্রে মুড়ি খাই- সাম্প্রদায়িকতার স্থান নাই' স্লোগান কে সামনে রেখে বিগত দিনে মাসব্যাপী মুড়ি উৎসব করে আসছি। তবে করোনাকাল হওয়ায় আমরা এবার 'ভিন্ন পাত্রে মুড়ি খাই-করোনাকে বিদায় জানাই' স্লোগান-কে সামনে রেখে মুড়ি উৎসব সংক্ষিপ্ত করে ১০ দিনে অনুষ্ঠান শেষ করলাম। আগামীতে মুড়ি উৎসব কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।

৬ষ্ঠ মুড়ি উৎসব কমিটির আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৬ষ্ঠ মুড়ি উৎসব কমিটির সদস্য সচিব শংকর রায়, মজিবুর রহমান দুলাল, অমরেশ দত্ত জয়, পরিমল দাস নূপুর প্রমূখ।

বক্তব্য শেষে ভিন্ন ভিন্ন পাত্রে মুড়ি, চানাচুর, পেয়াজু, চপ, বেগুনীসহ নানা উপাদান একসাথে মেখে খেয়ে আনন্দঘন পরিবেশে উৎসব সমাপ্ত করেন।

অমরেশ দত্ত জয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়