ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারে ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:১৪, ৭ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় বিজিবি ও মাদক কারবারিদের মধ‌্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেট জব্দ করে বিজিবি।

সোমবার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোল ডেবার পাহাড় থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

হায়দার আজাদ জানান, সোমবার রাতে মিয়ানমার থেকে মাদক কারবারিরা রাজাপালং গোল ডেবার পাহাড়ে আসবে বলে খবর আসে। বিজিবি সদস‌্যরা সেখানে অবস্থান নেয়। বিজিবির অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি চালায়।

পরে মাদক কারবারিরা মিয়ানমারে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ব‌্যাগ উদ্ধার করা হয়। ওই ব‌্যাগ থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার হয়। 

তারেক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়