ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লায় সবজি খেত থেকে মেছোবাঘ আটক, পরে অবমুক্ত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৯, ৮ ডিসেম্বর ২০২১  
কুমিল্লায় সবজি খেত থেকে মেছোবাঘ আটক, পরে অবমুক্ত

কুমিল্লার সদর দক্ষিণে সবজি খেত থেকে একটি মেছোবাঘ আটক করেছে স্থানীয় তরুণরা। মঙ্গলবার সকালে উপজেলার সুয়াগাজি বাজার সংলগ্ন বানীপুর গ্রাম থেকে মেছোবাঘটি আটক করা হয়।

মেছোবাঘটি দেখতে বৃষ্টি উপেক্ষা করেও আশ-পাশের মানুষ ভিড় জমায়। পরে এদিন বিকেলে মেছোবাঘটি পাশের রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করে বনবিভাগ।  আটকের আগে মেছোবাঘটির আক্রমণে স্থানীয় দুই তরুণ আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই গ্রামের সাইফুল ইসলাম নিজ বাড়ির পাশে সবজি খেতের পরিচর্চা করার সময় বাঘ আকৃতির একটি প্রাণি তার উপর আক্রমণ করে। এ সময় ইউসুফ নামের এক যুবক সাইফুলকে বাঁচাতে আসলে তার উপরও আক্রমণ করে মেছোবাঘটি।

এক পর্যায়ে বানীপুর গ্রামের সকল তরুণরা জাল দিয়ে মেছোবাঘটি আটক করেন। আহত ওই দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ উপজেলা বন কর্মকর্তা মো. ফজলে রাব্বি সরকার জানান, মেছোবাঘটি উদ্ধার করে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

রহমান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়