ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কালকিনি মুক্ত দিবস

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:২৮, ৮ ডিসেম্বর ২০২১
কালকিনি মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর মাদারীপুরর কালকিনি শত্রু মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধারা বিভিন্ন এলাকায় যুদ্ধ করে কালকিনিকে শত্রু মুক্ত করে। 

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলায় বুধবার (৮ ডিসেম্বর) আলোচনা সভা, র‌্যালিসহ নান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আব্দুল জলিল বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পুরো সময় জুরে এ উপজেলা ছিল পাকহানাদার বাহিন ও তাদের দোসর রাজাকার, আলবদরদের হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনায় ক্ষত-বিক্ষত। উপজেলা হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধারা উপজেলার বিভিন্নস্থানে হানাদার বাহিনীর সঙ্গে কয়েকটি সম্মুখ যুদ্ধ করে। এছাড়া চালানো হয় ১৫টি অভিযান।’

তিনি আরো বলেন, ‘উপজেলার প্রধান কেন্দ্রবিন্দু লালপোল ছিল পাক হানাদার বাহিনীর শক্তঘাটি। সেখানে মুক্তিযোদ্ধারা হামলা চালায়। পরে পাকিস্তানিরা দিশেহারা হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সেদিনই কালকিনিকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়।’ 

মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা বলেন, ‘মুক্তিযুদ্ধের এত বছর পরেও এখানকার রাজাকার আলবদরদের বিচার শুরু হয়নি। আমরা দ্রুত এসব অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’

কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ.মালেক হাওলাদার বলেন, ‘কালকিনি শত্রু মুক্ত হলেও পাশের জেলা বরিশাল এর গৌরনদীর এলাকায় ১৬ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরও আটকে পরা পাকবাহিনীর সদস্যদের সঙ্গে ২২ দিন যুদ্ধ হয়। এ যুদ্ধেও অংশ গ্রহন করেন মাদারীপুর ও কালকিনির মুক্তিযোদ্ধারা।’

উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, ‘দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

বেলাল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়