ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লা মুক্ত দিবস 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৮ ডিসেম্বর ২০২১  
কুমিল্লা মুক্ত দিবস 

আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর সঙ্গে ৯ মাস যুদ্ধ করে কুমিল্লাকে মুক্ত করেছিলেন মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর সদস্যরা। 

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল জানান, ৭ ডিসেম্বর রাতে মিত্রবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধারা কুমিল্লা বিমান বন্দরে পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে আক্রমণ করে। রাতের মধ্যে পাক হানাদার সেনাদের প্রধান ঘাঁটির পতন হয়। এতে অনেক পাকিস্তানি সেনা নিহত হন। কিছু শত্রু সেনা বিমান বন্দরের ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। পরদিন ৮ ডিসেম্বর কুমিল্লা পাক হানাদার মুক্ত হয়। 

সেদিন ভোরে মুক্তি সেনারা চকবাজার, টমছমব্রিজ ও গোমতী পাড়ের ভাটপাড়া দিয়ে আনন্দ উল্লাস করে কুমিল্লা শহরে প্রবেশ করে। তখন রাস্তায় জনতার ঢল নামে। কুমিল্লার জনগণ মুক্তিযোদ্ধাদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন। পরে এদিন বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমেদ আলী জাতীয় পতাকা উত্তোলন করেন। 

আবদুর রহমান/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়