ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘জনগণের কাছে অগ্রহণযোগ্য ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হবে’

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:৪০, ৮ ডিসেম্বর ২০২১

জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন আচরণ ও মন্তব্যকারীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময় নানা কথা ও আচরণের মাধ্যমে নিজেদের বির্তকিত করেছেন। সেটা দু:খজনক।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর মুক্তদিবসে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীপু মনি। 

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের কাছে যা অগ্রহণযোগ্য, সরকার ও আওয়ামী লীগের কাছেও তা অগ্রহণযোগ্য।

তিনিও আরও বলেন, সাম্প্রদায়িকতা দেখতে চাই না। যারা সাম্প্রদায়িকতার পেছনে মূল অপশক্তি হিসেবে কাজ করছে তাদের উৎখাত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অমরেশ/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়