ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুন: আরও এক আসামির স্বীকারোক্তি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:৫৪, ৮ ডিসেম্বর ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুন: আরও এক আসামির স্বীকারোক্তি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর ৬ খুনের মামলায় জানে আলম (৩৫) নামে আরও এক আসামি কক্সবাজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) ক্যাম্প-৯ এর সি/১১ ব্লকে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দাশের আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (৮ এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। ওই মামলায় এ পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জানে আলম রোহিঙ্গা ক্যাম্প ৯,  ব্লক- সি ১৭ এর বাসিন্দা মো. ছলিমের ছেলে।

এপিবিএন কর্মকর্তা জানান, গত ২২ অক্টোবর গভীর রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় রোহিঙ্গাকে দুষ্কৃতিকারীরা হত্যা করে। এরপর থেকে হত্যার রহস্য উদঘটন ও অপরাধীদের গ্রেপ্তারে এপিবিএন তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-০৯ এর সি/১১ ব্লকে অভিযান চালিয়ে জানে আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি কক্সবাজার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দাশের আদালতে ঘটনার দিন রাতে হাবিব উল্লার ছেলে ইব্রাহীমকে হত্যার কথা স্বীকার করেন।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়