ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা নিতে গিয়ে গৃহবধূর মৃত‌্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:৪২, ৯ ডিসেম্বর ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা নিতে গিয়ে গৃহবধূর মৃত‌্যু

কক্সবাজারের উখিয়া রাজাপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকের বাড়িতে গিয়ে শাহিদা (৫৩) নামে এক রোহিঙ্গা গৃহবধূর মৃত‌্যু হয়েছ। এসময় চিকিৎসক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

শাহিদা খাতুন ১৭নং ক্যাম্প, ব্লক-এ, সাব-ব্লক- এইচ-৯২ এর রোস্তম আলীর স্ত্রী।

এসপি নাইমুল জানান, বুধবার সকালে  ভিকটিম নিহত শাহিদা খাতুন এলার্জির চিকিৎসার জন্য তার নিজ শেড হতে বের হয়ে পার্শ্ববর্তী শেডের পল্লী চিকিৎসক মো. আলমের (৩৪) কাছে যান। সন্ধ্যা হলেও শাহিদা ঘরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খোঁজার জন্য পল্লী চিকিৎসক মো. আলমের ঘরে গেলে তার ঘর তালাবদ্ধ পায়। সন্দেহ হলে তালা ভেঙে ভিতরে গিয়ে শাহিদা খাতুনকে তার পরিবারের লোকজন মৃত অবস্থায় পায়।

এসপি আরও  জানান, ধারণা করা হচ্ছে, পল্লী চিকিৎসক মো. আলম ও তার স্ত্রী পল্লী চিকিৎসক হাবিয়া বেগমের ভুল চিকিৎসার কারণে শাহিদার মৃত্যু হয়েছে। এসময় উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যান। ঘটনার পর থেকে পল্লী চিকিৎসক মো. আলম ও তার স্ত্রী পল্লী চিকিৎসক হাবিয়া বেগম পলাতক রয়েছে।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়