ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ মহড়া সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৯ ডিসেম্বর ২০২১  
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ মহড়া সমাপ্ত

বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া কো-অপারেশন এফ্লোট রেডিনেস এন্ড ট্রেনিং (কারাত) সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর ) চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখানে স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি)-এর মিলনায়তনে মহড়ার সমাপনি অনুষ্ঠান আয়োজন করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। অন্যদের মধ্যে মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনী জাহাজের অধিনায়ক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যকার সর্ববৃহৎ যৌথ মহড়া ছিল করাত। যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সু-সম্পর্কের আরো উন্নতি হবে এবং পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে নৌবাহিনী আশা প্রকাশ করে।

রেজাউল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়